হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন-মুআবিয়া (তার ওপর লানত) যখন তার সঙ্গী ও পানসাথিদের সঙ্গে বসে আলাপ করছিল, তখন হঠাৎ সে একটি প্রশ্ন তোলে:
“এই খিলাফতের পদ ও মর্যাদার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি কে?”
তার সভাসদরা, যেমনটা স্বাভাবিক, তৎক্ষণাৎ জবাব দিল,
“নিশ্চয়ই, হে আমির, আপনি-ই এই পদে সবচেয়ে উপযুক্ত।”
কিন্তু বিস্ময়করভাবে মুআবিয়া বলল: না! এই মর্যাদা ও খিলাফতের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হচ্ছেন আলি ইবনে হুসাইন, সেই পবিত্র সত্তা আলি আকবর (আ.)।
এই উক্তি শুনে ইতিহাসে এক গভীর প্রশ্নের উদ্ভব হয়-কি এমন দেখেছিল শত্রু মুআবিয়া হযরত আলি আকবর (আ.)-এর পবিত্র অস্তিত্বে,
যে সে নিজেই তাঁর মহত্ত্ব ও যোগ্যতার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল?
একই মুআবিয়া, যে অন্যায়ভাবে খিলাফতের আসন দখল করে রেখেছিল,
তার মুখ থেকেই বেরিয়ে এল এই অকপট স্বীকারোক্তি-যে সত্যিকারের যোগ্যতা শুধু বংশে নয়, বরং তা নিহিত আছে ন্যায়, চরিত্র ও আল্লাহভীতির ভিতরে।
আপনার কমেন্ট